[t4b-ticker]

আগামী বৃহস্পতিবার সমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

লেখক:
প্রকাশ: July 25, 2023


মোঃ মিজান হোসেন।

বিশেষ প্রতিনিধি।

আগামী বৃহস্পতিবার ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের ব্যানারে পালটা কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার একইদিন সমাবেশের ডাক দিল চরমোনাই পিরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও।

ওইদিন দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্টিত হবে বলে জানিয়েছেন,

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটির সহকারী সমন্বয়কারী শহীদুল ইসলাম কবির এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সরকারের পদত্যাগসহ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবিতে এ সমাবেশ হবে বলে জানান।