[t4b-ticker]

‘ফিল্মে একার ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই’

লেখক:
প্রকাশ: August 17, 2022

বাণিজ্যিক ঘরানার চিত্রনায়িকা ববি আগামীতে বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসছেন। এর ভেতরে রয়েছে রাশিদ পলাশের ‘ময়ুরাক্ষী’, সৈকত নাসিরের ‘পাপ’ ও শামীম আহমেদ রনির ‘এবার তোরা মানুষ হ’ সিনেমাগুলো।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
দীর্ঘদিন ধরেই বড়পর্দায় ববির এই অনুপস্থিতির কারণ হিসেবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার পছন্দের চরিত্র, পুরো প্রডাকশন প্ল্যান যুত্সই না হলে আমি ছবি করি না। এর আগেও আমার ছবির ক্ষেত্রে দর্শকরা একটা মানদণ্ডে আমাকে চিনেছেন এবং ভালোবেসেছেন। আমি ঐ ভালোবাসাটুকু ধরে রাখতে চাই বলেই প্রতিনিয়ত কাজের ভেতরে থেকে নিজের ছন্দে কাজ করতে ভালোবাসি। কোনো দৌড় বা অস্থিরতা আমার কাজ করে না।’

image-208515-1565249683
চিত্রনায়িকা ববি
উল্লেখ্য, এর ভেতরে ববি তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের নতুন কিছু কাজের প্ল্যানও গুছিয়ে ফেলেছেন। তবে বর্তমান চলচ্চিত্রের এই হাওয়া বদল প্রসঙ্গে ববি বলেন, ‘সকলেই পরিবর্তনের কথা বলছে। আমি নিজেও এটাকে ইতিবাচক হিসেবে দেখি। তবে আমরাই হলে দর্শক ফিরিয়েছি। এটা বলার প্রতিযোগিতা থেকে আমি মনে করি সবার বেরিয়ে আসা উচিত। কারণ ফিল্মটা আসলে যৌথ একটা কাজ। ফিল্মে একার ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নেই! আমার ছবির একজন প্রডাকশন বয়েরও ভূমিকা আছে একই সমান। সবাই মিলেই আমাদের সিনেমার বাজারটাকে ফেরাতে হবে। আর এক্ষেত্রে আমি মনে ভাল ছবির বিকল্প নেই। ফ্যান্টাসি মুভি হোক, আর গল্পনির্ভর মুভি হোক।’

আর এদেশে নায়িকা প্রধান চলচ্চিত্রে হাতেগোনা কয়েকজন কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন। তার ভেতরে ববি অন্যতম। এদিকে নিজের ব্যক্তিজীবনে করোনার ভেতরে ঢাকায় পুরো একাই আটকে ছিলেন। কারণ তার আত্মীয়স্বজন প্রায় সকলেই ছিলেন দেশের বাইরে। ববি বলেন, ‘মা খানিকটা অসুস্থ। তাই তার নিয়মিত চেকআপের কাজটাও করতে হচ্ছে। সিনেমার কাজগুলো প্রায় গুছিয়ে ফেলেছি। আশা করছি খুব জলদি ছবিগুলোর রিলিজ শিডিউল পেলে কাজগুলো নিয়ে আমি আমার দর্শকদের কাছে আসতে পারবো।’

একইসঙ্গে ওয়েব সিরিজে কাজ করছেন ববি। তবে নাটকের প্রচুর অফার আসছে ববির কাছে। ববি খানিকটা মজা করেই বলেন, ‘ছবি মুক্তির কিছুটা বিলম্ব হলেই একাধিক নাটক নির্মাতারা নাটকের স্ক্রিপ্ট পাঠান। আমি তাদের এরকম অফারকে শ্রদ্ধা জানাই। কিন্তু আমার সিনেমা দর্শকদের কাছে আমি আলাদা থাকতে চাই। সিনেমার জন্যই আমার এই সেক্রিফাইস। ওয়েব সিরিজের ভাল গল্পে থাকতে চাই। তবে নাটক কখনও করবো না।’

এদিকে কলকাতার বেশ ক’জন প্রযোজকের সাথে কথা হলেও এখনও কিছুই চূড়ান্ত করেননি ববি। আগামীকাল এই চিত্রনায়িকার জন্মদিন। ইত্তেফাকের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা